ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাঙ্গু গ্যাস ফিল্ডের লোহার স্ক্র্যাপসহ ৭ চোর আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
সাঙ্গু গ্যাস ফিল্ডের লোহার স্ক্র্যাপসহ ৭ চোর আটক

চট্টগ্রাম: বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন বিসিজি আউটপোস্ট পতেঙ্গার বহির্নোঙরে সাঙ্গু গ্যাস ফিল্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭ চোরকে আটক করেছে।  

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জানুয়ারি) মধ্যরাত ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

 

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাকিব মেহবুব জানান, অভিযান চলাকালে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে সরকারি সম্পদ চুরির সময় ব্যবহৃত ১টি কাটিং মেশিন, ৬টি গ্যাস সিলিন্ডার, ২টি লোহার মই, ১টি হ্যান্ড লিভার, ১টি কাঠের বোট, ১টি লাইফ বোট, ৫ টন চুরি করা লোহার স্ক্র্যাপসহ ৭ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়।  

আটকরা হলেন-  মো. মফিজ (৪২), মো. সোহেল উদ্দিন (৩৮), মো. সজিব (২৪), মো. রেয়াজউদ্দিন (৩৩), মো. সজিব ফরাজী (২৪), মো. আমিনুল ইসলাম (২১) ও মো. ইমরান (২৯)।

তারা বিভিন্ন জেলার বাসিন্দা।  

জব্দ করা সব আলামতসহ আটক দুষ্কৃতকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে চট্টগ্রাম নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. শাকিব মেহবুব।  

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।