ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তলাবিহীন ঝুড়িকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: সুফিয়ান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
তলাবিহীন ঝুড়িকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: সুফিয়ান ...

চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, স্বাধীনতা উত্তর দুঃসহ স্বৈরাচারী দুঃশাসনে চরম হতাশায় দেশ যখন নিপতিত, জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়া যখন বাধাগ্রস্ত, ঠিক তখনই জিয়াউর রহমান জনগণের নেতৃত্বভার গ্রহণ করেন।  

‘সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলী দিয়ে তিনি দেশের গণমানুষের হৃদয় স্পর্শ করেছিলেন।

মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। উৎপাদনের রাজনীতি প্রবর্তন করে খুব অল্প সময়ে তিনি দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে সক্ষম হন।
সবুজ বিপ্লবের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়িয়ে তিনি তলাবিহীন ঝুড়িকে করেছিলেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সবকিছুতেই তিনি বিপ্লব ঘটিয়ে গেছেন’।

রোববার (১৯ জানুয়ারি) বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে শহিদ জিয়ার পরিবার ও তাঁর গড়া দল বিএনপির নেতা-কর্মীরাই আলোকবর্তিতা হিসেবে জনগণের পাশে দাঁড়িয়েছে জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে বিগত ১৬বছর বিএনপির নেতা-কর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছে। দীর্ঘদিনের ঐতিহাসিক লড়াই-সংগ্রাম ও নেতাকর্মীদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। কিন্তু এখনো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়নি। এখনো গণতন্ত্র ফিরে আসেনি। মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটেনি। তাই দেশের মানুষ আশায় বুক বেঁধে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং দেশের মানুষ তার মৌলিক অধিকার, মানবাধিকার, ভোটাধিকার ফিরে পাবে। দেশ ও জাতিকে সামনের দিকে অগ্রসর করতে জিয়াউর রহমানের ১৯ দফার ন্যায় সাম্য, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়তে তারেক রহমান জাতির সামনে ৩১দফা উপস্থাপন করেছেন।

বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান। বিশেষ অতিথির বক্তব্য দেন শাকপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজম খান, চরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি আক্কাস খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার এস এম তারেক, সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী ছোটন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মনিরুল ইসলাম, আমুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সিদ্দিক, কধুরখীল ইউনিয়ন বিএনপির সভাপতি কফিল উদ্দীন, করলডেঙ্গা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোলায়মান মেম্বার, কধুরখীল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুদ্দীন, শাকপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পেয়ার আহমেদ, খরনদ্বীপ ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আনছারী।  

বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দীন, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক সায়েম হোসেন টিটু, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসীন খোকন, গোলাম হোসেন নান্নু, জাহেদুল হক রাশেদ, নুর হোসেন ও ইব্রাহিম চৌধুরী।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।