ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অলি খাঁ মসজিদ চট্টগ্রামের ঐতিহ্য: মেয়র শাহাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
অলি খাঁ মসজিদ চট্টগ্রামের ঐতিহ্য: মেয়র শাহাদাত ...

চট্টগ্রাম: অলি খাঁ মসজিদ শুধু চট্টগ্রামের মানুষকে নয়, বাংলাদেশের ১৬ কোটি মানুষকে আকর্ষণ করে। মানুষ যখনই চট্টগ্রামে আসে তারা এ মসজিদ দেখতে আসেন।

 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে চকবাজারে অলি খাঁ মসজিদের মোড়ে মনুমেন্ট উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন এ কথা বলেন।  

২৫ ফুট উচ্চতার এই মন্যুমেন্টটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৫ লাখ টাকা।

ইসলামিক মনুমেন্ট অবকাঠামোর উপরে একটি সবুজ গম্বুজ আছে। এর নিচে কালেমার ক্যালিওগ্রাফি করা হয়েছে।

তিনি বলেন, ছোটকাল থেকে এখানে বড় হয়েছি। অলি খাঁ মসজিদ চট্টগ্রামের ঐতিহ্য। এর ঐতিহাসিক পটভূমি রয়েছে। এ মসজিদকে স্মরণীয় করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ মসজিদ ৮০ থেকে ১০০ বছরের পুরাতন স্থাপনা। আমি মনে করি চকবাজার মোড়ের এ  মনুমেন্ট মানুষকে আরও বেশি আকৃষ্ট করবে। চট্টগ্রামের সৌন্দর্যবর্ধনে এটা বিশাল ভূমিকা রাখবে।

তিনি বলেন, আমাদের রাজনৈতিক কালচার হয়ে গেছে, যে ক্ষমতায় আসে তার মনুমেন্ট বানানো হয়। এটা আসলে স্থায়ী নয়। পরে যখন আরেক দল আসে তখন সেটা ভেঙে ফেলা হয়। এটা আমরা দেখেছি। আমি মনে করি, স্থানীয় প্রাচীন ঐতিহ্যগুলোই সংরক্ষণ করতে হবে। দল মত নির্বিশেষে যাতে কোনো প্রভাব না পড়ে।  

এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, অলি খাঁ মসজিদের অনেক সংস্কার কাজ বাকি আছে। আমরা মনে করি, লিফট স্থাপন করতে হবে। এ কাজগুলো আমরা করে যাব।

মেয়র বলেন, অলি খাঁ মসজিদের মতো চট্টগ্রামের অন্যান্য ঐতিহ্যবাহী মসজিদ ও স্থানে এই ধরনের মনুমেন্ট ও স্থাপত্য নির্মাণের পরিকল্পনা রয়েছে। আমরা অক্সিজেন মোড়, কোতোয়ালীসহ আরও কিছু এলাকায় এই কাজ করব। এর মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্য আরও উজ্জ্বল হয়ে উঠবে।  

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ আলী, সালাউদ্দিন কায়সার লাভু, এমএ হালিম বাবলু, মহানগর বিএনপির নেতা ইয়াছিন চৌধুরী লিটন,কামরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।