ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চোরাই স্বর্ণালংকার-টাকাসহ গৃহকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
চোরাই স্বর্ণালংকার-টাকাসহ গৃহকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগে করা মামলায় সেলিনা আক্তার আফিয়া (২১) নামের এক গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন।

চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল গলার হার, চুড়ি, আংটি, কানের দুলসহ বিভিন্ন অলংকার। মঙ্গলবার (২১ জানুয়ারি) বাসার মালিক মাহবুবুর রহমান খুলশী থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

এরপর বুধবার (২২ জানুয়ারি) টেকনাফের সাবরাং ইউনিয়নের কোয়াংছড়ি পাড়ায় অভিযান চালিয়ে ওই গৃহকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে উপ পুলিশ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, সেলিনা আক্তার নামে ওই গৃহকর্মী নগরীর খুলশী এলাকার একটি বাসায় দেড় মাস আগে কাজ নেন। চলতি বছরের ৯ জানুয়ারি বাসার সবাই বেড়াতে গেলে সেলিনা সুযোগ বুঝে আলমারির ড্রয়ারের তালা ভেঙে নগদ এক লাখ টাকা এবং সাড়ে ১২ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

রইছ উদ্দিন বলেন, সেলিনা গৃহকর্মী হিসেবে কাজ নেওয়ার পর থেকেই চুরির পরিকল্পনা করছিল। গ্রেপ্তারে পর সেলিনার কাছ থেকে সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা সে মোবাইল, জামা-কাপড় কিনতে খরচ করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। সে পেশাদার চোর কি-না সেটা আমরা তদন্ত করছি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।