ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খেলতে গিয়ে গলায় ফাঁস, স্কুল শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
খেলতে গিয়ে গলায় ফাঁস, স্কুল শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম: গামছা নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মো. মাহিম(১২) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে হাটহাজারী থানার বুড়িশ্চর এলাকায় এ ঘটনা ঘটে।



নিহত মাহিম একই এলাকার পেয়ার মোহাম্মদের ছেলে। সে স্থানীয় ওসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।


চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর বাংলানিউজকে বলেন, জানালার সঙ্গে গামচা পেঁচিয়ে খেলার সময় পা পিছলে গেলে গলায় ফাঁস লেগে যায়। এতে গুরুতর আহত হয় শিশুটি। মূমুর্ষূ অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।