ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যুবদল নেতা হারুন হত্যায় আরও একজন আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
যুবদল নেতা হারুন হত্যায় আরও একজন আটক

চট্টগ্রাম: বন্দরনগরীতে পরিবহন ব্যবসায়ী ও যুবদল নেতা হারুনুর রশিদ চৌধুরী হত্যাকাণ্ডে আরও একজনকে আটক করেছে পুলিশ।  ফয়সাল খান (২০) নামে ওই যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রহুল আমিন।

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নগরীর হালিশহর এলাকা থেকে ফয়সালকে আটক করা হয়েছে।

পুলিশ পরিদর্শক রহুল আমিন বাংলানিউজকে বলেন, হারুনুর রশিদকে যে মিছিল থেকে গুলির কথা বলা হচ্ছে সেই মিছিলে অংশ নিয়েছেন ফয়সাল।

  তবে সে সরাসরি সম্পৃক্ত কি না সেই বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।   তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে একই ঘটনায় গত ১৭ ডিসেম্বর এজাহারভুক্ত আসামি জসিম উদ্দিন ওরফে তোতলা জসিমকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।  

গত ৩ ডিসেম্বর নগরীর কদমতলীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাছাকাছি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হারুন।  

তিনি নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত দস্তগীর চৌধুরী ভাতিজা ছিলেন।  এছাড়া সদরঘাট থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এ হত্যাকাণ্ডের পর থেকে যুবলীগ-ছাত্রলীগকে দায়ী করে আসছেন বিএনপি নেতারা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।