ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাক আছড়ে পড়লো ইঞ্জিনের ওপর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
ট্রাক আছড়ে পড়লো ইঞ্জিনের ওপর ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের বন্দর এলাকায় সিমেন্টের জাম্বু ব্যাগ বোঝাই একটি ট্রাক চলন্ত ট্রেনের ইঞ্জিনের ওপর আছড়ে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

 

শনিবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে বন্দর থানার ইছাক ব্রাদার্স মোড় রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

বন্দর এলাকায় দায়িত্ব পালন করা সিএমপি’র ট্রাফিক সার্জেন্ট মো. মাসুদ বাংলানিউজ বলেন, একটি ট্রাক ট্রেনের ইঞ্জিনের ওপর আছড়ে পড়ে।

এতে ট্রাকটির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় দুর্ঘটনার শিকার ইঞ্জিনের সঙ্গে মালবাহী কোনো বগি বা ওয়াগন ছিল না। কিন্তু ট্রাকে সিমেন্ট তৈরির কাঁচা মাল বোঝাই ছিল।  

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বাংলানিউজকে বলেন, ট্রাক ও ইঞ্জিনের মধ্যে দুর্ঘটনা ঘটেছে। তবে তা অতটা গুরুতর না। এতে কোনো হতাহত হয়নি।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।