ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ৫ লাখ মানুষ পাবে টিসিবি’র পণ্য 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
চট্টগ্রামে ৫ লাখ মানুষ পাবে টিসিবি’র পণ্য 

চট্টগ্রাম: রমজান মাসে ৫ লক্ষ ৩৫ হাজার ৮২ জনকে টিসিবি’র পণ্য বিতরণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।  

আগামীকাল রোববার (২০ মার্চ) থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকাসহ ১৫টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ১৫টি পৌরসভায় একযোগে কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

জানা গেছে, চট্টগ্রাম জেলায় ৮৪ জন ডিলারের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ড, ১৫ উপজেলার  ১৯১টি ইউনিয়ন,  ১৫টি পৌরসভায় মোট ৫ লক্ষ ৩৫ হাজার ৮২ জনের কাছে টিসিবির পণ্য স্বল্পমূল্যে বিক্রি করা হবে। প্রতিজনকে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা দেওয়া হবে।

 

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, খাদ্য গুদামাগারে রাত-দিন দুই শিফটে শ্রমিক নিয়োগ করে পণ্য বিতরণ করতে প্যাকেটজাত করা হচ্ছে। প্যাকেজিং প্রক্রিয়া যথাযথ ও স্বচ্ছ হচ্ছে কিনা তা তদারকি করতে জেলা প্রশাসনের ৬ জন অতিরিক্ত জেলা প্রশাসক মনিটরিং করছেন। উপজেলা পর্যায়েও সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ মনিটরিং টিম স্থানীয়ভাবে টিসিবি’র কার্যক্রম তদারকি করছেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এমআর/টিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।