ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মিনিবাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
মিনিবাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে অটোরিকশা। এতে অটোরিকশার চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

আহত চালকের নাম মো. রুবেল।

তিনি সীতাকুণ্ডের খাদেম পাড়া এলাকার আবু তাহেরের ছেলে। তবে আহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরমুখী ৮ নম্বর মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। গুরুতর আহত চালক ও যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাদের ২৮ নম্বর নিউরোসার্জারী ওয়ার্ডে ভর্তি করে দেন।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।