ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর ২০২৪, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় ৯ কেজি ওজনের মরা কাতলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
হালদায় ৯ কেজি ওজনের মরা কাতলা ...

চট্টগ্রাম: হালদা নদীতে ৯ কেজি ১০০ গ্রাম ওজনের একটি মরা কাতলা ব্রুড মাছ ভেসে উঠেছে। সেটি উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরিতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিচার্স ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া।  

তিনি বলেন,  সোমবার সকালের দিকে হালদা নদীর কাগতিয়া স্লুইচগেটের অপর পাশে প্রায় ৯ কেজি ১০০ গ্রাম ওজনের একটি কাতলা ব্রুড মাছ মরা অবস্থায় উদ্ধার করা হয়।

মাছটির দৈর্ঘ্য ২ ফুট ১০ ইঞ্চি এবং প্রস্থ ১০ ইঞ্চি।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।