ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মুদির দোকানে টিসিবি পণ্য, জরিমানা ২০ হাজার টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
মুদির দোকানে টিসিবি পণ্য, জরিমানা ২০ হাজার টাকা ...

চট্টগ্রাম: মুদির দোকানে টিসিবির পণ্য বিক্রি করায় এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড খলিফাপাড়া ফকিরের দোকান এলাকার দোকানি মনির উদ্দিনকে জরিমানা করা হয়।

 

জানা গেছে, খলিফাপাড়া ফকিরের দোকান এলাকার মনির উদ্দিনের দোকান থেকে ১৪ কেজি ডাল ও ৬ লিটার (৩ বোতল) সয়াবিন তেল জব্দ করা হয়। দোকান মালিককে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর ৩ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, মুদির দোকানে টিসিবি পণ্য বিক্রির অভিযোগ একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।