ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মেট্রোরেলে বিভ্রাটে আটক যাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
মেট্রোরেলে বিভ্রাটে আটক যাত্রীরা ছবি: সংগৃহীত

কলকাতাঃ কলকাতায় মেট্রো রেলে বড়সড় বিভ্রাট ঘটল সোমবার। এদিন ভারতীয় সময় দুপুর ১২টা নাগাদ কলকাতার পার্ক স্ট্রিট থেকে ময়দান স্টেশনের মাঝে মেট্রো রেলের একটি বাতানুকূল রেক খারাপ হয়ে যায়।

এরফলে অন্ধকার টানেলে আটকে পড়েন যাত্রীরা।

রেক খারাপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বাতানুকূল যন্ত্র। এরফলে বদ্ধ কামড়ায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। প্রায় ৪৫ মিনিট পর যাত্রীদের উদ্ধার করতে সমর্থ হয় মেট্রো রেল কর্তৃপক্ষ।

উদ্ধার কাজ দেরী হওয়ায় যাত্রীদের ক্ষোভ বাড়তে থাকে। পুলিশের সঙ্গে বেশ কিছু যাত্রীর বচসা হয়। সাংবাদিকরা মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা কোন উত্তর দিতে রাজি হননি। কি কারণে এই বিপত্তি সেই প্রশ্ন করা হলেও তারা কোন কোন কথা বলতে চাননি।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ২৩ , ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।