ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা

কলকাতা: কখনো টিপ টিপ কখনো আঝোর ধারার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টি মৌসুমে রেকর্ড ছুঁয়েও থামবার লেশমাত্র চিহ্ন নেই।

সকালের দিকে কিছুক্ষণ বৃষ্টি বন্ধ থাকলেও বেলা বাড়তে না বাড়তেই আবার কলকাতার আকাশে হাজির কালো মেঘ।

আর এ বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। শহরের বেশ কিছু জায়গায় মঙ্গলবারের বৃষ্টিতেই জল জমেছিল। বুধবারের বৃষ্টির পর আরও জলমগ্ন কলকাতা।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পানি সরিয়ে ফেলার জন্য শহরের প্রতিটি এলাকায় পাম্প চালু করা হয়েছে।

তবে এ জলাবদ্ধতার জন্য প্রশাসন থেকে শহরে অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারকেই দায়ী করা হচ্ছে। বলা হচ্ছে, কলকাতার বিপুল পরিমাণ বর্জ্য প্লাস্টিক পানি সরা নর্দমার মুখগুলি বন্ধ করে দিচ্ছে। ফলে বাড়ছে জলাবদ্ধতা।

তবে ঠিক কত সময়ের মধ্যে জল নামবে সে কথা পরিষ্কার করে না জানালেও দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কলকাতা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।