ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের ৪৬ নার্স্ মুক্তি পাচ্ছেন

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৪
ভারতের ৪৬ নার্স্ মুক্তি পাচ্ছেন

ঢাকা: রুদ্ধশ্বাস ক্ষণের ইতি ঘটতে যাচ্ছে। অবশেষে জঙ্গিদের কবল থেকে মুক্তি পেতে চলেছেন ভারতের ৪৬ জন নার্স্।

ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া- আইসিস জঙ্গিদের হাতে বন্দী হন ৪৬ জন নার্স। এই নার্সরা ইরাকের মসুল শহরে বন্দী ছিলেন।

শুক্রবার কেরালার মুখ্যমন্ত্রী ওম্মেন চ্যান্ডি কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাতের পর জানিয়েছেন সুন্নি জঙ্গিদের হাতে বন্দী নার্সদের বিমানবন্দরে নিয়ে আসা হচ্ছে। তাঁরা সেখান থেকেই ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন।

আইসিস এর আগে তিকরিত থেকে ভারতীয় নার্সদের আটক করে মোসুল প্রদেশে সরিয়ে নিয়ে যায়। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে মোসুল পৌছন তাঁরা। একটি সংবাদ সংস্থার সূত্রে জানানো হয়েছিল,তাঁরা সুরক্ষিত। দুটো ঘরে রাখা হয়েছিল তাঁদের। একটিই মাত্র দরজা রয়েছে দুটো ঘরের।

এদিকে এরমধ্যেই ১০০ জন ভারতীয়কে ইরাক ছাড়ার জন্য বিমানের টিকিট দিয়েছে এমইএ। আরও দেড় হাজার  ভারতীয় ইরাক ছাড়তে চেয়ে যোগাযোগ করেছে এমইএ-র সঙ্গে। শুধু তিকরিতে নয়, আরবিলেও ভারতীয়রা দেশে ফেরার জন্য এমইএ-র কাছে নাম নথিভূক্ত করেছেন।

কায়েদায় সরকারি সেনা ও সুন্নি সেনাদের মধ্য যুদ্ধ শুরু হওয়ার আগে প্রায় দশ হাজার ভারতীয় আটক ছিলেন। কায়েদা ও আরবিল দখলের পর এখন বাগদাদের দিকে এগোচ্ছে সুন্নি সেনা। ইরাকে গত ১০ জুন যুদ্ধের পর থেকে নিখোঁজ ১০০ ভারতীয় নাগরিক।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।