কলকাতা: নেপালে তুষার ঝড়ে মৃত্যু হল এক বাঙালি পর্বতারোহীর। পর্বতারোহীর নাম অরূপ রায়চৌধুরী।
সূত্র জানায়, দমদম থেকে চারজনের একটি দল পর্বতারোহণে যায় নেপালে। গত বৃহস্পতিবার মোশোকান্তলা পার হয়ে অন্নপূর্ণা পর্বতে যাওয়ার পথে তুষার ঝড়ের কবলে পড়ে দলটি।
এ সময় দলের বাকি তিনজন থেকে বিচ্ছিন্ন হয়ে যান অরূপ রায়চৌধুরী। নেপাল পুলিশের তরফে উদ্ধারকারী দল নামানো হলে তারা এই বাঙালি পর্বতারোহীর মৃতদেহ খুঁজে পান।
এরপর দলের অন্য সদস্যরা তাকে সনাক্ত করেন।
অভিযাত্রীদের যথাযথ পর্বতারোহণের প্রশিক্ষণ ছিল না বলে নেপাল পুলিশের তরফে দাবি করা হয়েছে।
শনিবার পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য এবং হস্তক্ষেপে অরূপ রায়চৌধুরীর দেহ নিয়ে আসা হচ্ছে কলকাতায়।
এখনও কলকাতার একাধিক পর্বতারোহী এবং পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে সন্ধান চালাচ্ছে নেপাল পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪