কলকাতা: বর্ধমানের খগড়াগাড়ে বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গে নিজেদের উপস্থিতি জানান দিলো মাওবাদীরা। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাতেই প্রকাশ্য বিবৃতি দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিলো তারা।
কিষেণজিসহ এ রাজ্যের কয়েকজন নেতার মৃত্যু ও গ্রেফতারির পর মাওবাদীরা বেশ কিছু দিন কোনো ধরনের প্রচারের আলোয় আসেনি। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে মাওবাদী কার্যকলাপ কমে এসেছিল।
কিন্তু গত শুক্রবার (৭ নভেম্বর) মাওবাদীদের বর্ধমান জোনাল কমিটির তরফে বিবৃতি দিয়ে অস্তিত্ব জানান দেওয়া হলো। বিবৃতিতে নভেম্বর বিপ্লবের স্মরণে বর্ধমানেও নতুন করে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
খাগড়াগড় বিস্ফোরণের পর এই বিবৃতি গোয়েন্দাদের চিন্তা বাড়িয়েছে।
এর আগে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে মাওবাদীদের যোগের প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। বর্ধমান বিস্ফোরণের পর জামাত উল মুজাহিদিনের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের জঙ্গি সংগঠনগুলির সংস্রবের কিছু তথ্য গোয়েন্দা সংস্থাগুলির হাতে এসেছে।
এই জঙ্গি সংগঠনগুলির সঙ্গে মাওবাদীরা কোনও অভিন্ন মঞ্চ গড়ে তোলার চেষ্টা করছে কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
মাওবাদীরা বিবৃতিতে মোট সাতটি করণীয় জানিয়েছে। এর অন্যতম জনগণকে সঙ্গে নিয়ে সশস্ত্র বিপ্লবের ডাক।
এর আগেই মাওবাদী উপস্থিতির আন্দাজ করা গিয়েছিল পশ্চিমবঙ্গের বর্ধমানে। লিখিত বিবৃতি সেই ধারণাকেই জোরদার করল।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪