কলকাতা: ভারতের দক্ষিণের রাজ্য কেরালা বিধানসভা নির্বাচনে শাসকদল সিপিএমের সঙ্গে বিজেপির গোপন রফার অভিযোগ করেছে কংগ্রেস।
কংগ্রেসের অভিযোগ, ‘মালামপুঝা বিধানসভা কেন্দ্রে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রবীণ সিপিএম নেতা ভি এস অচ্যুতানন্দনের বিরুদ্ধে প্রার্থী দেয়নি বিজেপি।
কংগ্রেসের পক্ষ থেকে এবার মালামপুঝায় প্রার্থী রাজ্য কংগ্রেসের নেতা ওমেন চন্ডি। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসাবে তাকেই এবার প্রজেক্ট করছে কংগ্রেস। ওই বিদানসভা কেন্দ্রে লালের সঙ্গে গেরুয়ার অভিনব সমঝোতায় বেজায় চটেছে কংগ্রেস।
প্রথমে না চাইলেও পরে দলের নিচুতলার কর্মীদের চাপে মুখ্যমন্ত্রীকে প্রার্থী করতে বাধ্য হয়ে কেরলে এখন ভি এস অচ্যুতানন্দনকে জেতাতে এখন মরিয়া সিপিএম।
যাদের বিরুদ্ধে এতো অভিযোগ ওই বিজেপি কিন্তু বলেছে, তাদের এনডিএ জোটের শরিক সংযুক্ত জনতা দলকে তারা আসনটি ছেড়ে দিয়েছে। সিপিএমকে তারা মোটেই কোনো সুবিধা করে দিচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১