ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আদালতের রায়ে কলকাতায় সভার অনুমতি বিজেপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
আদালতের রায়ে কলকাতায় সভার অনুমতি বিজেপির

কলকাতা: অবশেষে কলকাতা সভার অনুমতি পেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । আগামী ৩০ নভেম্বর এ সভা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিলো রাজ্যে।



অসুবিধার কথা জানিয়ে সভার অনুমতি দেয়নি দমকল বিভাগ ও কলকাতা পৌরসভা।

এই দুই বিভাগের অনুমতি না পাওয়ায় কলকাতা পুলিশ সভার অনুমতি দেয় নি।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কলকাতা উচ্চ আদালতে মামলা করে বিজেপি। শুক্রবার (২৮ অক্টোবর) কলকাতা উচ্চ আদালত তার রায়ে বিজেপিকে কলকাতার ধর্মতলায় সভা করার অনুমতি দেন।

আদালতের নির্দেশে তিন সদস্যের একটি কমিটি তৈরি হয়েছে। দমকল, কলকাতা পৌরসভা ও পশ্চিমবঙ্গের পূর্ত দপ্তরের একজন করে কর্মকর্তা নিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে।

এদের তদারকিতে তৈরি হবে মঞ্চ।

সরকারের তরফ থেকে সভার অনুমতি না দেওয়ায় বিরোধীদলগুলির পক্ষপাতিত্বের অভিযোগে বারবার সমালোচনার শিকার হয়েছে রাজ্য প্রশাসন। আদালতের রায়ে সেই সমালোচনার বাস্তবতার উপরে বৈধতা দিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।