ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গে চলছে উপনির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গে চলছে উপনির্বাচন

কলকাতা: পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া বনগাঁ ও কিষণগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচন উপলক্ষে এ দুই কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিটি এলাকায় রাজ্য পুলিশ ছাড়াও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে নিরাপত্তার অংশ হিসেবে কিষণগঞ্জ বিধানসভার নিকটস্থ সীমান্তকে সাময়িকভাবে সিল করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সীমান্তের ওপরও বিশেষ নজর রাখা হচ্ছে।

পশ্চিমবঙ্গে বিজেপি’র দ্রুত উত্থান, আর তৃণমূলের ক্ষমতা ধরে রাখার চেষ্টা এ দু’কারণে কেন্দ্র দু’টিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।