ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ট্যাক্সি ধর্মঘটে নাকাল কলকাতার পর্যটকরা, ভরসা রেডিও ট্যাক্সি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
ট্যাক্সি ধর্মঘটে নাকাল কলকাতার পর্যটকরা, ভরসা রেডিও ট্যাক্সি

কলকাতা: কলকাতায় টানা দ্বিতীয় দিনের মতো চলছে ট্যাক্সি ধর্মঘট। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বিদেশি পর্যটক ও কলকাতায় ‍আসা অন্য রাজ্যের বাসিন্দারা।

তবে রেডিও ট্যাক্সি ‘ওলা’ দেখাচ্ছে সমস্যা থেকে মুক্তির পথ।

হাওড়া ও শিয়ালদাহ স্টেশন এবং নেতাজী সুভাষ বিমানবন্দরের যাত্রীরা পড়ছেন প্রকট সমস্যায়। সঙ্গে ল্যাগেজ থাকায় অনেকটা নিরুপায় তারা। রাস্তায় ট্যাক্সি কম থাকায় যা দু’একটি চোখে পড়ছে তারা সুযোগ বুঝে ভাড়া হাঁকছে তিন চার গুন।

দমদমের নেতাজী সুভাষ বিমানবন্দর থেকে পার্কস্ট্রিট আসতে সাধারণ সময় ভাড়া লাগে ৪শ রুপির কিছু কম। কিন্তু শুক্রবার (৪ ডিসেম্বর) এ দূরত্বের ভাড়া চাওয়া হচ্ছে ১২শ রুপির বেশি।

বিভিন্ন দাবি নিয়ে দু’দিনের ধর্মঘট ডাকে বামপন্থী ট্যাক্সি সংগঠনগুলো।

তবে কলকাতার নিত্য যাত্রীরা খুঁজে নিয়েছেন বিকল্প পথ।

ট্যাক্সি ধর্মঘটের ফলে অসুবিধার বিষয়ে প্রশ্ন করলে পার্কস্ট্রিটে দাঁড়ানো অনুজ আগরওয়াল বলেন, মোবাইল অ্যাপ থেকে ভাড়া করা ‘ওলা’ ট্যাক্সি রাস্তায় সহজলভ্য। তাই খুব সমস্যা হচ্ছে না।

বাংলাদেশ কিংবা অন্য রাজ্য থেকে যারা কলকাতা আসছেন তারা মোবাইলে ইন্টারনেট সংযোগ চালু করে অ্যাপসটি নামিয়ে নিতে পারেন। এই অ্যাপস চালু করে খুঁজে নিতে পারবেন আপনার আশপাশে থাকা ট্যাক্সিটি। এতে চলাচল সহজ হবে।

ওলার ভাড়া প্রথম চার কিলোমিটার ৯৯ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারে গুনতে হবে ১২ টাকা করে।

রাজনৈতিক উদ্দেশ্য যাই হোক না কেন, প্রতি ধর্মঘটে পদে পদে সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষের।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।