ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিধানসভা নির্বাচন

গোষ্ঠী রাজনীতি নিয়ে শঙ্কিত তৃণমূল কংগ্রেস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
গোষ্ঠী রাজনীতি নিয়ে শঙ্কিত তৃণমূল কংগ্রেস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ঘনিয়ে আসছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কপালে ভাঁজ ফেলছে দু’টি বিষয়।

প্রথমটি বামফ্রন্ট ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জোট। আর দ্বিতীয়টি দলের অভ্যন্তরের গোষ্ঠী রাজনীতি। বিশেষত দ্বিতীয়টিই শঙ্কিত করছে তৃণমূলকে।

দলের শীর্ষ নেতারা এ বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও রাজ্যের বিভিন্ন প্রান্তের খবর, ক্ষমতাসীনদের ভেতরের বিক্ষোভ নির্বাচনের আগে বাইরেই চলে আসছে। উত্তরের কুচবিহার কিংবা দক্ষিণের ভাঙর অথবা হাওড়া, এমন অনেক এলাকায়ই তৃণমূল জ্বলছে বিক্ষোভের আগুনে।

রাজনীতি বিশ্লেষকদের একটি অংশ মনে করছে, আসন্ন নির্বাচনে শাসক দলের বড় সমস্যা হয়ে উঠতে পারে গোষ্ঠী রাজনীতি। প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিক্ষোভ হয়েছে বিভিন্ন এলাকায়। প্রতিপক্ষের নেতারা এটিকে ইস্যু বানানোর সুযোগ পাচ্ছেন।

বিশ্লেষকদের বক্তব্য, আধিপত্য ধরে রাখা নিয়েই শাসক দলের মধ্যে এ গোষ্ঠী রাজনীতি চলছে। প্রার্থী তালিকায় এক পক্ষের কেউ জায়গা পেলে অন্য পক্ষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। ঘটছে এমন পাল্টাপাল্টি ঘটনা।

রাজনীতি বিশ্লেষকদের আরেকটি অংশের ধারণা, এই গোষ্ঠী রাজনীতি প্রকট হয়ে উঠলে কেন্দ্রের প্রার্থীর বিরুদ্ধেই কোনো কোনো জায়গায় পাল্টা প্রার্থী দিয়ে দিতে পারেন বিক্ষুব্ধরা। এতে বেশ বেকায়দায়ই পড়তে হতে পারে তৃণমূলকে।

এই পরিস্থিতিতে দলের কেন্দ্রীয় নেতৃত্ব বলছে, বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। যেহেতু বিক্ষুব্ধ অংশ মূলত দলের মাঠ পর্যায়ের, সে কারণে দলের নেতারা তাদের বুঝিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
ভিএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।