ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এবার গ্রেফতার তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
এবার গ্রেফতার তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়

কলকাতা: পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর রোজভ্যালি-কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য তাপস পালের গ্রেফতারের পর এবার গ্রেফতার দলের আরেক নেতা, সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) প্রায় তিনঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

সূত্রের মাধ্যমে জানা যায়, মঙ্গলবার সকালে সিবিআই দফতরে উপস্থিতি হন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

বেআইনি কোম্পানি রোজভ্যালির সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়ে গোয়েন্দারা তাকে বিভিন্ন প্রশ্ন করেন।

বক্তব্যে অসঙ্গতির জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে বলে সূত্র জানায়।

সারদা-কাণ্ডের মতো আরেকটি চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারি মামলা রোজভ্যালি আর্থিক দুর্নীতি কাণ্ড। এই রোজভ্যালি স্বল্প সঞ্চয়ের একটি আর্থিক সংস্থা বা চিটফান্ড সংস্থা। এ সংস্থায় বহু মানুষ অর্থ রেখে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেই আর্থিক দুর্নীতির মামলা এখনও চলছে। মামলা তদন্তের দায়িত্বভার সিবিআইয়ের হাতে রয়েছে। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু আগে গ্রেফতার হন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।