ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় জঞ্জাল পরিষ্কার এবার রাতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
কলকাতায় জঞ্জাল পরিষ্কার এবার রাতে কলকাতায় জঞ্জাল পরিষ্কার এবার রাতে- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতাকে পরিচ্ছন্ন রাখতে শহরের ময়লা-আবর্জনা রাতে পরিষ্কার করার পরিকল্পনা গ্রহণ করেছে কলকাতা পুরসভা। দক্ষিণ কলকাতার কালীঘাট, আলিপুর ও গড়িয়াহাটের বেশ কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে এই প্রক্রিয়া চালু করা হয়। এতে সফল হওয়ায় গোটা কলকাতা জুড়ে এই কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতাকে পরিচ্ছন্ন রাখতে একাধিক পদক্ষেপ নেবে কলকাতা পুরসভা। পদক্ষেপগুলোর মধ্যে রাতে জঞ্জাল পরিষ্কারের বিষয়টিও আছে।

এ ব্যাপারে শহরবাসীকে সচেতন করার কাজও শুরু হবে।

বাজার এলাকার দোকান মালিক, সবজি বিক্রেতাদের কড়া নির্দেশ দিয়েছেন পুরসভা। দোকানের ময়লা-আবর্জনা রাস্তায় জমা করা যাবে না। এই পরিকল্পনার শুরুতে কলকাতা পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে।

পুরসভা সূত্রে জানা গেছে, বাজার এলাকার দোকান এবং হকাররা নিয়ম না মানলে লাইসেন্স বাজেয়াপ্ত করা হতে পারে। কিছুদিনের মধ্যেই এই বিষয়টি অভ্যাসে পরিণত হবে বলে ধারণা করছে কর্মকর্তারা। গোটা কলকাতায় কয়েকদিনের মধ্যে নৈশ জঞ্জাল পরিষ্কার অভিযান শুরু হবে বলে আশা করছে শহরবাসী।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এসএস/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।