ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরাজুড়ে উদযাপিত হচ্ছে নেতাজির জন্মদিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
ত্রিপুরাজুড়ে উদযাপিত হচ্ছে নেতাজির জন্মদিবস ...

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যজুড়ে শনিবার (২৩ জানুয়ারি) যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিবস।

ত্রিপুরা রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে।

এখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, সংসদ সদস্য প্রতিমা ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর উপস্থিত অতিথিরা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

প্রতিবছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে আগরতলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। কিন্তু করোনা ভাইরাসের কারণে এবছর শোভাযাত্রা করা হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।