ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় পালিত হলো ওয়ার্ল্ড অ্যামেচার রেডিও দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
আগরতলায় পালিত হলো ওয়ার্ল্ড অ্যামেচার রেডিও দিবস আগরতলায় পালিত হলো ওয়ার্ল্ড অ্যামেচার রেডিও দিবস। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ১৮ এপ্রিল দিনটিকে ওয়ার্ল্ড অ্যামেচার রেডিও দিবস হিসেবে পালন করা হয়। পাশাপাশি এবছর ভারতে রেডিও কার্যক্রমের ১০০ বছর।

১৯২১ সালে ভারতে প্রথম রেডিও কার্যক্রম শুরু হয়ে ছিল।

রোববার (১৮ এপ্রিল) দিবসটি উপলক্ষে ত্রিপুরা হ্যাম রেডিও ক্লাবের উদ্যোগে দুস্থদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন মাস্ক, স্যানিটাইজার এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনার সামগ্রী বিতরণ করা হয়।

আগরতলার প্রতাপঘড় এলাকায় অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন ত্রিপুরা হ্যাম রেডিও ক্লাবের সদস্যরা। এছাড়া লোকডাউনের সময়ও ত্রিপুরা হ্যাম রেডিও ক্লাবের পক্ষ থেকে সাধারণ মানুষদের নানা ভাবে সহায়তা কর হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।