ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন শুরু ১৭ মার্চ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন শুরু ১৭ মার্চ 

আগরতলা (ত্রিপুরা): আগামী বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশন।

বুধবার (০৯ মার্চ) ত্রিপুরা বিধানসভার স্পিকার রতন চক্রবর্তী একথা জানিয়েছেন।

তিনি জানান, বাজেট অধিবেশনকে কেন্দ্র করে দুপুরে বিধানসভা কনফারেন্স হলে বিধানসভা অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিধানসভার বাজেট অধিবেশনের দিনক্ষণ ঠিক হয়েছে।

তিনি আরও জানান, আগামী ১৭ মার্চ থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে। চলবে ২৪ মার্চ পর্যন্ত। তবে এর মধ্যে ১৮ ও ১৯ এবং ২০ মার্চ অধিবেশন বসবে না।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।