ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের নামে বিজ্ঞাপন চেয়ে ভুয়া পত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
বাংলাদেশ ব্যাংকের নামে বিজ্ঞাপন চেয়ে ভুয়া পত্র

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ভুয়া পত্র পাঠিয়েছে একটি চক্র। এই বিষয়ে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে, এ বিষয়ে তারা কিছু জানেন না। বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বাংলাদেশ ব্যাংক বলছে, লোগো ব্যবহার করে ‘বাংলাদেশ ব্যাংক সংবাদ নামে’ একটি ম্যাগাজিন বিভিন্ন ব্যাংক ও অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে বিজ্ঞাপন চেয়ে পত্র পাঠিয়েছে।  

ওই পত্রে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করায় এ বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে, যা কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে।

‘বাংলাদেশ ব্যাংক সংবাদ’ শীর্ষক ম্যাগাজিনটি বাংলাদেশ ব্যাংকের কোনো পত্রিকা নয়। পত্রিকাটির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। পত্রিকাটি অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করছে। এটা বিভ্রান্তিকর।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
জেডএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।