ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অবরোধেও চলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
অবরোধেও চলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): বিএনপির ঘোষিত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির মধ্যেও চলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বাস।

সোমবার (৩০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক।

তিনি বলেন, সকল চালকদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সকল রুটে যথা সময়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলবে। এছাড়াও দুপুরের সার্কেল বাসও যথাসময়ে চলবে।

দূর থেকে আসা বাসের বিষয়ে পরিবহন প্রশাসক বলেন, দূর থেকে আসা বাস চালকদের অবস্থা বুঝে গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।