ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসবিসিএল’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২

ঢাকা: বিগত ১৯৯৬ সাল থেকে এসএসবিসিএল উচ্চ শিক্ষার্থে বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থীদের দিক নির্দেশনা ও সহায়তা প্রদান করে আসছে। শিক্ষাক্ষেত্রে অনবদ্য ভূমিকা ও যুগোপযোগী সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এসএসবিসিএল ১৬ বছর পূর্তি উদ্যাপন করেছে।



রাজধানীর একটি হোটেলে মাসিক স্টুডেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রামের ধারাবাহিকতায় এবারও এসএসবিসিএল ১১, ১২ ও ১৩তম ব্যাচের স্টুডেন্টদের জন্যে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই জার্মানি থেকে আগত শিক্ষিকা মিসেস ডাগমার মারিয়া ফ্রাঞ্জেন এর তত্ত্বাবধানে ওরিয়েন্টেশন ক্লাশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জার্মানির ইউরেশিয়া ইন্সটিটিউটের হেড অব এডমিশন ইমরান খান। পাশাপাশি আগত স্টুডেন্ট, অভিভাবক, অতিথিবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা এবং এসএসবিসিএল এর কর্মকর্তাদের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এসএসবিসিএল এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে আগত স্টুডেন্ট, অভিভাবক, অতিথিবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি, বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন যা শিক্ষার্থীদের জন্য উৎসাহব্যাঞ্জক এবং এসএসবিসিএল এর ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক।

উল্লেখ্য যে, এসএসবিসিএল এ বছর আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে গোল্ড ক্যাটাগোরিতে ‘দি ইন্টারন্যাশনাল আর্চ অব ইউরোপ কেয়ালিটি অ্যাওয়ার্ড-২০১২’ এবং ইন্ডিয়ার মুম্বাই থেকে ‘ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস’ নামের দু’টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে।

প্রতিষ্ঠাবার্ষিকী এবং স্টুডেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন এসএসবিসিএল এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সুমন তালুকদার।

বাংলাদেশ সময়: ১০:৩৫ ঘন্টা, সেপ্টেম্বর ১১, ২০১২

একে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।