ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মৌলভীবাজারে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিল-সমাবেশ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২

মৌলভীবাজার: শিক্ষাক্ষেত্রে বানিজ্যিকরণ ও বেসরকারিকরণ বন্ধের দাবিতে মৌলভীবাজারে মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

সোমবার দুপুর ১২টায় ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা মৌলভীবাজার সরকারি কলেজ থেকে একটি মিছিল নিয়ে কোর্ট রোড হয়ে চৌমোহনা চত্বরে এসে সমাবেশে মিলিত হন।



সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রফ্রন্টের জেলা সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদের সদস্য সচিব মামুনুর রশীদ সোহেল, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সদস্য জয়দীপ ভট্টাচার্য, জেলা যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জয়েস, কলেজ শাখার সভাপতি মিঠুন দেবনাথ, সাধারণ সম্পাদক রায়হান বখত আনসারী প্রমুখ।

বক্তারা দেশের প্রতিটি শিক্ষাঙ্গণে বানিজ্যিকরণ ও বেসরকারিকরণ বন্ধ করে শিক্ষার প্রকৃত পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।