ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৪ অক্টোবর

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর থেকে শুরু হবে। এর আগে এই পরীক্ষা ৬ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার রাতে ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন সাংবাদিকদের জানান, এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় পরীক্ষার তারিখ দুইদিন এগিয়ে নিয়ে ৪ অক্টোবর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র বাংলানিউজকে বলেন, পরীক্ষা নির্ধারিত সময় অর্থাৎ ৯ অক্টোবরই শেষ হবে। ভর্তি পরীক্ষার সময়সূচি শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) প্রকাশ করা হবে। একইসঙ্গে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমেও তা জানিয়ে দেওয়া হবে।

এ বছর ৮টি অনুষদের ৪৯টি বিভাগে আসন সংখ্যা ৩ হাজার ৬১৫। এর বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৪২ হাজার ২৬৪ শিক্ষার্থী। গত শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল এক লাখ ৩১ হাজার ১৫৯।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর, ২০১২
সম্পাদনা: শাহেদ হোসেন/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।