ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আন্দোলনের মুখে শাবির ইংরেজি বিভাগের প্রধানের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মো. আতীউল্লাহ পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আবদুর রহীম।

এছাড়া আলীউল্লাহর বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত শুক্রবার আতীউল্লাহ ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন। শনিবার সকালে অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে তার পদত্যাগপত্র গৃহীত হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।

সিন্ডিকেট বৈঠক ভারপ্রাপ্ত উপাচার্য ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে দুপুর ২টা পর্যন্ত চলে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আবদুর রহীমকে ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান করা হয়।

ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস আরো জানান, মো. আতীউল্লার বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীদের অভিযোগসহ সার্বিক পরিস্থিতির পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক তুলসী কুমার দাস, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাকির হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক শরীফ মো. শরাফ উদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক।

কমিটিকে আগামী ১৭ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে বিভাগীয় প্রধানকে অব্যাহতি দেওয়ায় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা রোববার থেকে ক্লাসে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ইংরেজি বিভাগের প্রধান আতিউল্লাহর পদত্যাগ দাবিতে অব্যাহতভাবে আন্দোলন করে আসছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।

সর্বশেষে গত ২৬ সেপ্টেম্বর দেরিতে ফল প্রকাশ ও ক্লাস শুরুতে বিলম্ব এবং স্বজনপ্রীতির অভিযোগে ইংরেজি বিভাগের প্রধানের অপসারণ দাবিতে উপাচার্যের দফতরে তালা দিয়েছে ৮ ঘণ্টা উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সদস্যদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২
এসএ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।