ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে বিজ্ঞানমেলা শুরু

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২

ঢাকা: রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শুরু দু’দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। শনিবার সকালে মেলার উদ্ধোধন করেন কলেজের অধ্যক্ষ লে: কর্নেল মো: আলমগীর হোসাইন।



মেলায় মোট ৪২৪টি স্টল রয়েছে। এসব স্টলগুলোতে যানজট নিরসন, সৌরশক্তি, বায়ুকল ও বায়োগ্যাস থেকে বিদ্যুত উতপাদন, রেল দুর্ঘটনা এড়ানোর ‍ব্যবস্থাসহ শিক্ষার্থীদের তৈরি র্বিভিন্ন প্রকল্প স্থান পেয়েছে।

অধ্যক্ষ আলমগীর হোসাইন আশা প্রকাশ করে বলেন, শ্রেণি কক্ষে লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ব্যবহারিক বিজ্ঞান শিক্ষা, বিতর্ক ও খেলাধুলার মাধ্যমে প্রতিভা ও মননশীলতার বিকাশ ঘটবে।

কাল রোববার বিকেল ৪টায় মেলার সমাপনী ঘোষণা করবেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান রাশেদ খান মেনন।


বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর, ২০১২
সম্পাদনা: শাহেদ হোসেন,নিউজরুম এডিটর; এনএস

ডেস্ক রিপোর্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।