ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফিরোজা বেগমের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪
ফিরোজা বেগমের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: উপমহাদেশের প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

বুধবার দেওয়া এক শোক বার্তায় উপাচার্য বলেন, এই প্রখ্যাত শিল্পীর মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারও গভীরভাবে শোকাহত।

তাঁর মৃত্যুর মধ্যদিয়ে জাতি এক অমূল্য সম্পদ হারালো। নজরুল সংগীতের বিখ্যাত এই শিল্পী অগণিত শ্রোতা, দর্শক তথা বাংলাভাষাভাষী মানুষের কাছে চিরকাল বেঁচে থাকবেন।

শিল্পী হিসেবে তিনি অন্যদের তুলনায় নিজেকে আলাদা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর অভাব পূরণ হবার মতো নয়।

উপাচার্য ফিরোজা বেগমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।