ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সন্ধ্যায় শেকৃবি ক্যাম্পাসে সংবর্ধনা ও মঞ্চনাটক

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪
সন্ধ্যায় শেকৃবি ক্যাম্পাসে সংবর্ধনা ও মঞ্চনাটক

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রমের হাতিযার-এ বিষয়টি কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কিষাণ থিয়েটার, কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক সংবর্ধনা ও মঞ্চনাটকের আয়োজন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ অনুষ্ঠান শুরু হবে।



কিষাণ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ মোস্তাফিজুর রহমানকে ব্যবসায়িক সাফল্যের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক কর্মাসিয়ালি ইমপর্টেন্ট পারসন (সিআইপি) ঘোষণা করায় তাকে সংবর্ধনা দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা ও বিশেষ অতিথি হিসেবে থাকছেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূইয়া।

অনুষ্ঠানটি সন্ধ্যা ৬.৩০ মিনিটে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

এ সংবর্ধনা শেষে রাত ৮টায় কৌশিক কুমার মহন্তের নির্দেশনায় এবং কিষাণ থিয়েটারের ৮৮তম প্রযোজনায় আব্দুল্লাহ আল মামুন রচিত ‘মেরাজ ফকিরের মা’ নাটকটি দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়ে মঞ্চায়িত হওয়ার কথা রয়েছে।

উক্ত সংবর্ধনা ও নাট্যানুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।

অনুষ্ঠান সূচি:
৬.৩০ মিনিট: পবিত্র কোরআন থেকে তেলাওয়াত
৬.৩৫মিনিট: অতিথিদের আসন গ্রহণ
৬.৪০মিনিট: স্বাগত বক্তব্য
৬.৪৫মিনিট: অতিথিবৃন্দের বক্তব্য
৭.৩০মিনিট: সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান
৮.০০মিনিট: মঞ্চনাটক

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।