ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েট প্রকৌশলী রাফিজুলের পিএইচডি ডিগ্রি লাভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪
কুয়েট প্রকৌশলী রাফিজুলের পিএইচডি ডিগ্রি লাভ মো. রাফিজুল ইসলাম

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুরকৌশল বিভাগ থেকে মো. রাফিজুল ইসলাম পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। মঙ্গলবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৭তম সভায় এ ডিগ্রি দেওয়া হয়।



মো. রাফিজুল ইসলামের পিএইচডি ডিগ্রি থিসিসের শিরোনাম ছিল ‘ইভাল্যুশন অফ কন্টামিনেশন পোটেনশিয়াল অ্যান্ড ট্রিটমেন্ট টেকনিকস অফ লিচেট জেনারেটেড ফরম ল্যান্ডফিল্ড লাইসিমিটার’। এই ধরণের গবেষণা বাংলাদেশে এটাই প্রথম।

এ গবেষণায় প্রাপ্ত ফলাফল ব্যবহার করে বর্জ্য থেকে নিঃসরিত দূষিত তরল যা ‘লিচেট’ নামে অভিহিত, তার পরিবেশ দূষিত করার ক্ষমতা সহজে নির্ণয় করা যাবে এবং সে অনুযায়ী নির্ধারিত মাত্রায় বিশুদ্ধকরণের প্রয়োজনীয় ব্যবস্থা করা যাবে।

উক্ত গবেষণায় ইউরোপীয়ান কমিশনের প্রকল্প ‘ওয়েস্টসেফ’ আর্থিক সহায়তা প্রদান করে।

এ পিএইচডি ডিগ্রির থিসিসটির সুপারভাইজার ছিলেন কুয়েট-এর ভাইস চ্যান্সেলর ও পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

বহিরাগত পরীক্ষক ছিলেন ইটালির পাডোবা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রাফায়েল কোচু এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন ও প্রফেসর ড. এস. আশরাফ আলী।

রাফেজুল ইসলাম বর্তমানে কুয়েট-এর পুরকৌশল বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন।

তিনি একই বিভাগ থেকে ইতোপূর্বে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও এমএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।