ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে ভারত ও জার্মানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে ভারত ও জার্মানি

ঢাকা: বাংলাদেশি শিক্ষার্থীদের পিএইচডি ও মাস্টার্সে পড়তে বৃত্তি দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বে (আইআইটিবি) ও জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডিএএডি)। উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের টিউশন ফি, ভরণপোষণসহ যাবতীয় খরচ বহন করবে তারা।



বুধবার রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি) আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান আইআইটিবি’র পরিচালক দেবাং খাক্কার। জিসনু মুখার্জী’র পরিচালনায় সভায় জার্মানির ভারপ্রাপ্ত রাষ্টদূত ড. ফার্দিনান্দ ভন উইয়ে, আইআইটিবি’র সহকারী পরিচালক সুভাসিস চৌধুরী, অধ্যাপক রাজিভ দুশানে, ডিএএডি’র সিনিয়র উপদেষ্টা অদিতি গোসাভী, শিখা সিনহা বক্তব্য দেন।

ড. ফার্দিনান্দ ভন উইয়ে বলেন, জার্মান সরকার বিভিন্ন সেক্টরে বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে। এগুলো বিভিন্ন দেশের সাথে সম্প্রীতি বৃদ্ধির কার্যকর পদক্ষেপ। এ কোর্সের ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা ভারত ও জার্মানি উভয় দেশেই শিক্ষা নেয়ার সুযোগ পাবে।

সুভাসিস চৌধুরী বলেন, এ কোর্সে প্রতিবছর মাস্টার্সে ১৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ও পিএইচডিতে ৫ শিক্ষার্থীর পড়ালেখার খরচসহ ভাতা দেবে ডিএএডি। ৩০ থেকে ৫০ জন শিক্ষার্থীকে পিএইচডিতে পড়ার খরচসহ যাবতীয় দায়িত্ব বহন করবে আইআইটিবি।

মাস্টার্সে প্রতিবছর জুলাইয়ে ও পিএইচডিতে জানুয়ারি ও জুলাই দুই সেশনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।