ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর কাছে ঢাকা কলেজের ওয়াইফাই দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর কাছে ঢাকা কলেজের ওয়াইফাই দাবি

ঢাকা: টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে ঢাকা কলেজ ক্যাম্পাসকে ওয়াইফাইয়ের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলাচিঠির মাধ্যমে এ দাবি জানানো হয়।

কলেজের ৩০ হাজার শিক্ষার্থীর পক্ষ থেকে দাবি জানান ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি যাকারিয়া ইবনে ইউসুফ।

চিঠিতে বলা হয়, চলতি বছর মার্চের প্রথম সপ্তাহে কলেজের অডিটরিয়ামে ক্যাম্পাসকে ওয়াইফাইয়ের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন প্রতিমন্ত্রী। কিন্তু এখন পর্যন্ত সেই উদ্যোগ বাস্তবায়নের কোনো কার্যক্রম শুরু হয়নি।

কলেজের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী ক্যাম্পাসে তথ্য-প্রযুক্তির আলো থেকে বঞ্চিত। পার্শ্ববর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই চালু হয়েছে। কিন্তু দেশের অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা কলেজ এ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তি থেকে দূরে থাকা যাবে না’, প্রতিমন্ত্রীর এমন মন্তব্যকে সামনে রেখে অচিরেই ঢাকা কলেজ ক্যাম্প‍াসকে ওয়াইফাই এর আওতায় আনার দাবি জানান তারা।

তারা জানান, উন্নত বিশ্বে খনিজ সম্পদ নেই এমন অনেক দেশ আছে যারা শুধু প্রযুক্তির মাধ্যমে এগিয়ে গেছে। আমাদেরও সেই সক্ষমতা রয়েছে। আমাদের তারুণ্য আছে, তরুণরাই আমাদের শক্তি। তারা প্রযুক্তি দিয়ে দেশকে এগিয়ে নেবেন।

চিঠিতে শিক্ষার পাশাপাশি ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ৯০ সালের গণঅভ্যুত্থানসহ দেশের গুরুত্বপূর্ণ সময়ে ঢাকা কলেজের সক্রিয় অংশ নেয়ার কথা প্রতিমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন তারা।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।