ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪
ঢাবিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা গ্রহণ শুরু হয়।

এ পরীক্ষায় প্রায় ৪১ হাজার ৯৬০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত জামায়াতের ডাকা প্রথমদিনের হরতালে কারণে বিপাকে পড়েন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষার ঠিক একদিন আগের এ হরতালে দেশের দূর-দূরান্ত থেকে সময়মতো ঢাকায় পৌঁছে পরীক্ষায় অংশগ্রহণ করা নিয়ে আশঙ্কা তৈরি হয় ভর্তিচ্ছুদের মাঝে।

এদিকে, পরীক্ষার মাত্র একদিন আগে হরতাল আহ্বান করায় ভর্তি পরীক্ষাও পেছাতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কারণ, এরই মধ্যে ভর্তি পরীক্ষার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে আসন বিন্যাস ও তা প্রকাশ করা হয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অধিকাংশেরই ঢাকায় আসার উপায় বাস ও ট্রেন। ট্রেনের আসন সংখ্যা সীমিত ও টিকেট সংকট প্রকট।

তাছাড়া দেশের অনেক অঞ্চলেই রেল যোগাযোগ না থাকায় বাসই তাদের এক মাত্র ভরসা। তাই, শুক্রবারের গুরুত্বপূর্ণ এ পরীক্ষায় অংশ নিতে পারা না পারা নিয়ে সংশয় তৈরি হয়।

এ ব্যাপারে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমেদ বাংলানিউজকে বলেছেন, একটা পরীক্ষা অনুষ্ঠানের জন্য আমাদের কয়েক মাস ধরে প্রস্তুতি নিতে হয়। সে ক্ষেত্রে পরীক্ষার মাত্র একদিন আগে এসে তা পেছানোর কোনো সুযোগ থাকে না।

এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাও শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে। জবিতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন  প্রায় ৫০ হাজার ৫৫১ পরীক্ষার্থী।

মানবতাবিরোধী অপরাধের দায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ‘আমৃত্যু কারাদণ্ডাদেশ’ দেন। এরই প্রতিবাদে বৃহস্পতি ও রোববার দিনব্যাপী হরতাল আহ্বান করে জামায়াতে ইসলামী।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।