ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীশূন্য রুয়েট, সংঘর্ষের ঘটনায় চার মামলা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪
শিক্ষার্থীশূন্য রুয়েট, সংঘর্ষের ঘটনায় চার মামলা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি(রাজশাহী): রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাস অনির্দিষ্টাকালের জন্য বন্ধ ঘোষণা এবং আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার পর শিক্ষার্থী শূন্য হয়েছে পড়েছে ক্যাম্পাস।

বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতিতে রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় শনিবার থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।



এছাড়া শুক্রবার সকাল ১০টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে মতিহার থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে মতিহার থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ও ওয়াহিদুর রহমান বাদী হয়ে পুলিশের কাজে বাধাদান ও বিস্ফোরণ আইনে দুটি করে চারটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার বিকেলে রুয়েট সংলগ্ন অক্ট্রয় মোড় এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধাদান ও বিস্ফোরক আইনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি আশরাফুল আলম ইমনসহ ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২৫০ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া রুয়েটের লে. সেলিম হলের সামনে পুলিশের ওপর হামলা ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আরো দুটি মামলা দায়ের করেছেন। এ মামলায় রুয়েট শিবিরের সভাপতি হাসান আহমেদসহ ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ওসি জানান, এসব মামলায় বৃহস্পতিবার রুয়েট থেকে আটককৃত বিশ্ববিদ্যালয় শিবিরের সাধারণ সম্পাদকসহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, ক্যাম্পাস কবে খুলতে পারে এব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক কামরুজ্জামান হিরো বলেন, ‘ঈদের ছুটি শেষে ১৩ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা ছিল। তবে, বর্তমান পরিস্থিতির কারণে ১৮ অক্টোবর থেকে ক্যাম্পাস খোলার সম্ভাবনা রয়েছে। এব্যাপরে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।