ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের সঙ্গে বৃষ্টিতে ভিজলেন শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪
শিক্ষার্থীদের সঙ্গে বৃষ্টিতে ভিজলেন শিক্ষামন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষার্থীদের সঙ্গে বৃষ্টিতে ভিজলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর শিক্ষামন্ত্রীকে তাদের সঙ্গে বৃষ্টিতে ভিজতে দেখে উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা।



শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০১৪’র সমাপনী অনুষ্ঠান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নেমে আসেন স্বয়ং শিক্ষামন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে যোগ দিয়ে পুরস্কার বিতরণ করে চলে গেলে গ্যালারি ছেড়ে মাঠে নেমে আসে শিক্ষার্থীরা। মাঠে এসে তারা বৃষ্টিতে ভিজে ও হইহুল্লোড় করতে থাকে। এসময় মঞ্চ ছেড়ে শিক্ষামন্ত্রীও মাঠে নেমে আসেন। আর তা দেখে আরো উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।   

এছাড়া অনুষ্ঠান শুরুর আগেই শিক্ষামন্ত্রী পুরো স্টেডিয়াম ঘুরে গ্যালারিতে থাকা শিক্ষার্থীদের হাত নেড়ে অভিনন্দন জানান।

গত মঙ্গলবার ৪৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০১৪’র  উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।