ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাভারে আয়াত স্কিল ডেভেলপমেন্টের যাত্রা শুরু

জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪
সাভারে আয়াত স্কিল ডেভেলপমেন্টের যাত্রা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাত্র ছয় মাসের কারিগরী প্রশিক্ষণ নিয়েই পাওয়া যাবে চাকরি নামের সোনার হরিণ। যোগ্যতা মাত্র এসএসসি পাস।

বেকার ও অদক্ষ শ্রমিকদের চাকরির নিশ্চয়তার এই সুখবর দিয়েই সাভারে যাত্রা শুরু করলো বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড অনুমোদিত আয়াত স্কিল ডেভেলপমেন্ট সেন্টার।

আশুলিয়ার জিরাবো বটতলা এলাকায় শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এই কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন আমান স্পিনিং মিলসের পরিচালক তাজনিন আমান। প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করবে আমান স্পিনিং।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমান স্পিনিং মিলসের চেয়ারম্যান এম আমান উল্লাহ,আয়াত স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী তাহসিন আমান।

আয়াত স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী তাহসিন আমান জানান,ব্যবসায়িক দৃষ্টিতে নয়, বরং দেশের মানবসম্পদকে দক্ষ করে তুলতেই অলাভজনকভাবে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো।

তিনি বলেন, দেশে বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম প্রধান খাত মানবসম্পদ রফতানি। তবে কেবলমাত্র দক্ষতার অভাবে অন্যান্য দেশ বিশেষ করে ফিলিপাইনের শ্রমিকদের তুলনায় আমাদের দেশের শ্রমিকরা তিন থেকে চারগুণ কম বেতন পান। আমাদের শিক্ষা ব্যবস্থা কর্ম ভিত্তিক না হওয়ায় অনেকেই কাঙ্ক্ষিত কাজ খুঁজে পান না, কেবলমাত্র সনদ ছাড়া। আমরা এখানে সেই শিক্ষা আর প্রশিক্ষণ দিতে চাই, যার মাধ্যমে কর্মই তাকে খুঁজে নেবে। এভাবে দেশের জনসম্পদকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারলেই বদলে যাবে দেশের চেহারা। দেশ দ্রুত উঠে যাবে উন্নত দেশের তালিকায়।

আমান স্পিনিং মিলসের চেয়ারম্যান এম আমান উল্লাহ জানান,এই কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানটির মৌলিক ভিত্তিই হচ্ছে সম্পূর্ণ অলাভজনক ও দক্ষ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ নিশ্চিত করা।

বাংলানিউজকে তিনি জানান, ‘কারিগরি শিক্ষা ও উন্নত জীবন’ এই স্লোগানকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যতিক্রমধর্মী একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছি আমরা।

আমান স্পিনিং মিলসের পরিচালক তাজনিন আমান বলেন, আমাদের যুবশক্তি অসীম সম্ভাবনার আধার। জাগতিক জীবন যাপনের জন্য পাঠ্যক্রমের পাশাপাশি কারিগরি শিক্ষার যথেষ্ট গুরুত্ব রয়েছে। শিক্ষার সঙ্গে যদি কারিগরি শিক্ষার মিশ্রণ না হয় তবে সেই শিক্ষা অপূর্ণ রয়ে যাবে। তাই আমরা উদ্যোগ নিয়েছি দক্ষ জনশক্তি তৈরির। আর দক্ষতা বৃদ্ধির সঙ্গে আমরা তাদের চাকরির নিশ্চয়তাও দিচ্ছি।

আয়াত স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের বিজনেস ডেভেলপমেন্ট নির্বাহী সাদিয়া আহমেদ চৌধুরী বলেন, আয়াত স্কিল ডেভেলপমেন্ট সেন্টার একটি ব্যতিরক্রমধর্মী ট্রেনিং সেন্টার, যেখানে কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষাক্রমের পাশাপাশি ছাত্রদের হাতে কলমে শিক্ষা দান করা হবে। একই সঙ্গে চাকরির ক্ষেত্রে তাদের সফলতা লাভের জন্য সাধারণ ইংরেজি ও অফিস ব্যবস্থাপনা সম্পর্কিত কোর্স বিনামূল্যে করানো হবে।

আয়াত স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের হেড অব অপারেশন ইমতিয়াজ আহমেদ বাংলানিউজকে জানান, মাসে মাত্র এক হাজার টাকায় ছয়মাসেই অদক্ষ শ্রমিককে চারটি ট্রেডে যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিকে পরিণত করা হবে। আর তার জীবন যাত্রার মানোন্নয়নের পাশাপাশি চাকরির নিশ্চয়তা দেওয়া হবে।
উদ্যোক্তা হিসেবে আমান গ্রুপ অব কোম্পানিজ সেক্ষেত্রে বড় সুযোগ বলে জানান তিনি।

প্লামবিং অ্যান্ড পাইপ ফিটিংস, জেনারেল ইলেকট্রিশান,ওয়েল্ডিং অ্যান্ড ফ্রেব্রিকেশন এবং কার্পেটিং এই চারটি ট্রেডে ভর্তির জন্যে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। বয়স হতে হবে ১৬ থেকে ৩৫ এর মধ্যে। আপাতত ১৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও শিগগির আরো শিক্ষার্থীকে ভর্তির ব্যবস্থা করা হবে।

পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে বিনামূল্যে আবাসিক ব্যবস্থা দেওয়ার কথাও জানানো হয় অনুষ্ঠানে।

বাংলাদেশ সময় : ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।