ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির হল থেকে হাতবোমা উদ্ধার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
রাবির হল থেকে হাতবোমা উদ্ধার

রাবি: জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা ফজলুল হক হলের ভেতর থেকে একটি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা পৌনে ১১টার দিকে নগরীর মতিহার থানা পুলিশের একটি দল হাতবোমাটি উদ্ধার করে।



মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, হলের ভেতরে প্রথম ব্লকের সামনের বাগানে পরিত্যক্ত অবস্থায় হাতবোমাটি দেখতে পেয়ে আবাসিক শিক্ষার্থীরা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ হাতবোমটি উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে আসে।

তবে কে বা কারা হাতবোমাটি ওখানে রেখেছে তা জানা যায়নি বলে তিনি জানান।

তিনি আরো জানান, হাতবোমটি নষ্ট করা হয়েছে এবং বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

এদিকে, রোববার সকালে ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় হরতালের সমর্থনে কোনো পিকেটিং লক্ষ্য করা যায়নি। হরতালে বিশ্ববিদ্যালয়ের একাডেমি কার্যক্রম বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।