ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পূজা-ঈদে হল বন্ধের সিদ্ধান্ত, বিপাকে জাবির শিক্ষার্থীরা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪
পূজা-ঈদে হল বন্ধের সিদ্ধান্ত, বিপাকে জাবির শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: আসন্ন দুর্গাপূজা, ঈদ-উল-আজহা ও লক্ষ্মী পূজার ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবক’টি আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশাসনের এ সিদ্ধান্তে বিপাকে পড়ে শনিবার দুপুরে সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে দেখা করে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।



বৃহস্পতিবার ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আসন্ন দ‍ুর্গাপূজা, ঈদ-উল-আজহা ও লক্ষ্মী পূজা উপলক্ষে ক্লাস ছুটিকালীন সময় ৩ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব হল বন্ধ থাকবে। ১২ অক্টোবর সকাল থেকে হলগুলো খুলে দেওয়া হবে।

প্রশাসনের এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন লেখাপড়ার পাশাপাশি চাকরিতে কর্মরত শিক্ষার্থীরা। শনিবার দুপুরে তারা উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানান।

এ সময় উপাচার্য বিষয়টি দেখবেন বলে তাদের আশ্বাস দেন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তন্ময় ধর বলেন, যে সব শিক্ষার্থী বিভিন্ন কারণে হলে থাকতে চায় বা থাকতে হয় তাদের কথা চিন্তা করে আমরা প্রশাসনকে হল খোলা রাখার জন্য বলে এসেছি।

বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুর রহমান বলেন, আমরা হল বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছি।

প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মো. শাহেদুর রশিদ বলেন, এ বিষয়ে রোববার সভা আছে। বেশকিছু শিক্ষার্থী প্রশাসনের সঙ্গে কথা বলেছে। আমি সেখানে ছিলাম।

রোববার সকালে এ বিষয়ে একটা সিদ্ধান্ত হবে। সিদ্ধান্তের পরে আমি বিস্তারিত কথা বলব।

দুর্গাপূজা, ঈদ-উল-আজহা ও লক্ষ্মী পূজা উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর ক্লাস ও আগামী ২ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত অফিস বন্ধ থাকবে।

রক্ষণাবেক্ষণ ও মেরামতের কারণ দেখিয়ে গত ঈদুল ফিতরের ছুটিতে ২২ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।