ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবিতে ফার্মেসি বিভাগে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪
যবিপ্রবিতে ফার্মেসি বিভাগে আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে “ফার্মেসি বিভাগের বর্তমান ও ভবিষ্যৎ ভাবনা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে আলোচনা সভায় যবিপ্রবি’র ফার্মেসি বিভাগের চেয়ারম্যান দেবেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার।



অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ম্যানেজার (রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট) সুবোধ চন্দ্র দাস।

এছাড়াও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের প্রফেসর এ বি এম ফারুক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রফেসর শাহাবুদ্দীন কবির চৌধুরী, বিসিএসআইআর’র প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. হোসেন সোহরাব।

স্বাগত বক্তব্য রাখেন- যবিপ্রবি’র ফার্মেসি বিভাগের প্রভাষক জসীম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার বলেন, ফার্মাসিস্টরা ওষুধ শিল্পের অগ্রগতির ধারাকে আরো শক্তিশালী করে মানবসেবায় নিয়োজিত করবে-এটাই তাদের কাছে জাতির প্রত্যাশা। আর ফার্মাসিস্টরা এই প্রত্যাশা পূরণে সক্ষম হলে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।