ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।



এ বছর ‘ডি’ ইউনিটে ৫৪০টি (মানবিক- ৩৫৯টি, বিজ্ঞান- ১২৫টি, বাণিজ্য ও অন্যান্য- ৫৬টি) আসনের বিপরীতে ৪,৪২১ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে মানবিক বিভাগ থেকে ২,২৯০ জন, বিজ্ঞান ১,২৫৫ জন এবং বাণিজ্য ও অন্যান্য বিভাগ থেকে ৮৭৬ পরীক্ষার্থী রয়েছে। প্রাথমিকভাবে উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীর সংখ্যা মোট পরীক্ষার্থীর ৮.২ শতাংশ।
 
৬৫ হাজার ৯৮৩ জন আবেদনকৃত পরীক্ষার্থীর মধ্যে ৫৪ হাজার ৪৫৪ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.jnu.ac.bd তে পাওয়া যাচ্ছে।
 
বাংলাদেশ সময় ০০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।