ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসিতে দেশসেরা রাজউক উত্তরা মডেল স্কুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
জেএসসিতে দেশসেরা রাজউক উত্তরা মডেল স্কুল ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টফোর.কম

ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ দেশ সেরা হয়েছে।

স্কুলটির ৫শ ৩৬জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ- ৫পেয়েছ ৫শ ২৮জন।



দ্বিতীয় স্থানে রয়েছে ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ও ৩য় স্থান অধিকার করেছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

মঙ্গলবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রীর কাছে জেএসসি ও পিএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
Rajuk_1_banglanews24
পরে শিক্ষামন্ত্রী সচিবালয়ে ফলাফল ঘোষণার পরবর্তী সংবাদ সম্মেলনে দেশ সেরা এই ৩ বিদ্যালয়ের নাম সাংবাদিকদের জানান।

প্রাপ্ত তথ্য মতে, জেএসসি-তে এ বছর পাসের হার ৮৯.৮৫ শতাংশ। জেডিসি-তে ৯৩.৫০। জেএসসি-জেডিসির গড় পাসের হার ৯০.৪৩। জিপিএ-৫ পেয়েছে ১লাখ ৫৬ হাজার ২৩৫ জন। জেএসসিতে শতভাগ পাস স্কুলের সংখ্যা ৮হাজার ৮৮৯।

প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৭.৯২, জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৬ হাজার ৪৪১ জন এবং এবতেদায়ীতে পাস ৯৫.৯৮। জিপিএ পেয়েছে ৬ হাজার ৫৪১ জন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।