ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল জন্মজয়ন্তী

নজরুল বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মে ২০, ২০১৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আয়োজন কাজী নজরুল ইসলাম

ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তীতে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে ত্রিশালের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রথমদিন ২৫ মে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.কামাল আব্দুল নাসের চৌধুরী।

সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম।

দ্বিতীয় দিন ২৬ মে একই মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক যতীন সরকার।

শেষ দিনের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। ওইদিন বিশিষ্ট নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক ড. মুস্তাফা নুরউল ইসলাম এবং নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরাকে সম্মাননা দেওয়া হবে।

এছাড়া এ তিনদিন বিকেলে গাহি সাম্যের গান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ২০, ২০১৫
এসএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।