ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
বরিশালে মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল: প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের  দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।



এরআগে তারা কলেজের অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে কর্মচারীরা তা ভেঙে ফেলেন।

তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে বাংলানিউজকে জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজের হিসাব রক্ষক মো. দুলাল।

তিনি জানান, সকাল থেকে ক্যাম্পাসে এসে প্রশাসনিক ভবনের সামনে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ছিল।

এদিকে, কলেজের ছাত্র শাখা সূত্র জানায়, শের-ই-বাংলা মেডিকেলে চলতি শিক্ষাবর্র্ষে শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে। ইতোমধ্যে ১৮ শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।