ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৫তম বিসিএস

আট শতাধিক প্রার্থীর কাগজপত্রে গড়মিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
আট শতাধিক প্রার্থীর কাগজপত্রে গড়মিল

ঢাকা: ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ এবং লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মধ্যে ৮৭৫ জন প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
 
রোববার (০৪ অক্টোবর) পিএসসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএসসি ফরম-২ এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আগামী ২২ অক্টোবরের মধ্যে তাদের কাগজপত্র জমা দিতে হবে।


 
গত ১ সেপ্টেম্বর থেকে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়, শেষ হবে ১০ অক্টোবর।
 
নির্ধারিত সময়ের মধ্যে আগারগাঁওয়ে পিএসসি সচিবালয়ে পরিচালক (ক্যাডার), বিসিএস পরীক্ষার দফতরে কাগজপত্র জমাদানে ব্যর্থ হলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করলেও প্রার্থিতা বাতিল করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
সংশ্লিষ্টদের তালিকা পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) দেওয়া হয়েছে।
 
সর্বোচ্চ দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী নিয়ে গত ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
গত ৮ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হন ২০ হাজার ৩৯১ জন।
 
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।